প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের ৩দশকে পদার্পণ (২৯তম বর্ষপুর্তি)

 

সাতকানিয়া সদর,সাতকানিয়া,চট্টগ্রাম।



আচ্ছালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ/আদাব।


নামে নয়,কাজে যার পরিচয় "প্রজন্ম রাইজিং স্টার ক্লাব"খিতামুল্লাহপাড়া,বারদোনা ০৮নং ওয়ার্ড,১৬ নং সাতকানিয়া সদর,সাতকানিয়া,চট্টগ্রাম।


আজ থেকে সুদীর্ঘ ২৯ টি বছর অনেক চড়াই উৎরাই পেরিয়ে,হাঁটি হাঁটি পা পা করে গৌরবোজ্জ্বল সাফল্যে দুইদশ অতিক্রম করে সম্ভাবনাময়ী তিনদশকে পদার্পণ করতে যাচ্ছে।অতীত,বর্তমানে যারা সংশ্লিষ্ট সবাইকে জানাই চলমান ঋতুর রকমারী পুষ্পের ও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা মহতী কাজে সংশ্লিষ্ট থেকে রবের সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন তাদের আত্মার উত্তম মাগফিরাত ও জাযা কামনা করছি।যারা বিভিন্ন ক্রাইসিস মূহুর্তে জাতির ক্রান্তিলগ্নে খুব পাশে এসে দাঁড়াই তারাই প্রজম্ম রাইজিং স্টার ক্লাব।

আসন্ন ১৪,১৫,১৬ই ডিসেম্বর প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ক্রিড়া উৎসব। উক্ত অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি একান্ত কাম্য।আমি উক্ত অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।তাদের সাংগঠনিক দক্ষতা মাশাল্লাহ প্রশংসা দাবী রাখে।আমি বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত ছিলাম বলে নিজেই সাক্ষী।

অত্যন্ত সুন্দরভাবে তারা সংগঠনটি পরিচালনা করে থাকে।মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের বিরদ্ধে তারা সবসময় অবস্থান নিয়ে থাকেন।সমাজের প্রতিটি সৎ কর্মে তাদের বিভিন্নভাবে হাত রয়েছে।

ইতি টানার পূর্বে বলবো "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল" ১৪,১৫,১৬ই ডিসেম্বর। খিতামুল্লাহ্ পাড়া-র অস্থায়ী খেলার মাঠ।


প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের চলার পথ কাঁটাবিহীন সুগম হোক।সোনালী আলোয় উদ্ভাসিত হোক তাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। 


শুভেচ্ছান্তে-

আপনাদেরই চেনামুখ

স্বপ্নের চূঁড়ার অভিযাত্রী 

মুহাম্মদ আবদুর রহিম(রেজা)

স্টুডেন্ট:-চট্টগ্রাম আইন কলেজ।

Comments