বারদোনা ৮নং ওয়ার্ড এর প্রবীণ আলেমদীন শাহ মাওলানা আবদুল হক হক্কানী (রা.) এর নামাজে জানাজা আজ সকাল ১১টায় সাতকানিয়া উপজেলাধীন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আলেমদীন শাহ মাওলানা আবদুল হক হক্কানী (রা.)

বারদোনা ৮নং ওয়ার্ড এর প্রবীণ আলেমদীন শাহ মাওলানা আবদুল হক হক্কানী (রা.) এর নামাজে জানাজা আজ সকাল ১১টায় সাতকানিয়া উপজেলাধীন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গারাংগিয়ার হযরত বড় হুজুর ও ছোট হুজুর কেবলা (রাঃ) এর মাজারস্ত কবরস্থানে দাফন করা হয়।


উল্লেখ্য,  হযরত বড় হুজুর ও ছোট হুজুর কেবলা (রাঃ) এর খেলাফতপ্রাপ্ত খলিফা, পীর এ বারদোনা, সৌদি আরবের জেদ্দায় মসজিদে আবু হুরায়রা (রা.) এর ইমাম এবং সাতকানিয়া দুরদুরি মোহাম্মদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। তারও আগে পটিয়া শাহ চাঁন্দ আউলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।

Comments